১৩৭৯. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন যে, কোন একজন মহিলা বলিল, হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! আমার সতীন আছে। এখন তাকে রাগানোর জন্য যদি আমার স্বামী আমাকে যা দেয়নি তা বাড়িয়ে বলি, তাতে কি কোন দোষ আছে? রসূল [সাঃআঃ] বললেনঃ যা তোমাকে দেয়া হয়নি, তা দেয়া হয়েছে বলা ঐরূপ প্রতারকের […]
পরচুলা লাগানোর কাজ করা বা নিজে লাগানো উলকির কাজ করা বা নিজে লাগানো, ভ্রু চিকন করা এবং আল্লাহ্র সৃষ্টির পরিবর্তন করা হারাম।
১৩৭৫. আসমা বিন্তে আবু বকর [রাদি.] হইতে বর্ণিতঃ এক মহিলা নাবী [সাঃআঃ]-কে জিজ্ঞেস করিল, হে আল্লাহর রসূল ! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? তিনি বলেন, পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ অভিশাপ […]
রাস্তার উপর বসা নিষিদ্ধ এবং রাস্তার হক্ব আদায় করা।
১৩৭৪. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেন, তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। লোকজন বলিল, এ ছাড়া আমাদের কোন পথ নেই। কেননা, এটাই আমাদের উঠাবসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। নাবী [সাঃআঃ] বলেন, যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করিবে। তারা বলিল, […]
মাথা মোড়ানোর পর এখানে ওখানে কিছু চুল ছেড়ে দেয়া মাকরূহ।
১৩৭৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] কাযা করিতে তথা মাথা মোড়ানোর পর স্থানে স্থানে চুল রেখে দিতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৭২ হাদীস নং ৫৯২১; মুসলিম ৩৭/৩১, হাঃ ২১২০] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
পশুর গায়ে চিহ্ন লাগানো মুখ বাদ দিয়ে যাকাত ও জিযিয়ার পশুর চিহ্ন লাগানো উত্তম।
১৩৭২. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ উম্মু সুলাইম [রাদি.] যখন একটি সন্তান প্রসব করিলেন তখন আমাকে জানালেন, হে আনাস! শিশুটিকে দেখ, যেন সে কিছু না খায়, যতক্ষণ না তুমি একে নাবী [সাঃআঃ]-এর নিকট নিয়ে যাও, তিনি এর তাহনীক করবেন। আমি তাকে নিয়ে গেলাম। দেখলাম, তিনি একটি বাগানে আছেন, আর […]
উটের গলায় ধনুকের রশির গোলাকার মাল্য পরানো মাকরূহ।
১৩৭১. আবু বাশীর আল-আনসারী [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, কোন এক সফরে তিনি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সঙ্গে ছিলেন। [রাবী] আবদুল্লাহ্ বলেন, আমার মনে হয়, তিনি [আবু বাশীর আনসারী] বলেছেন যে, মানুষ শয্যায় ছিল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে, কোন উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা […]
যে ঘরে কুকুর ও ছবি আছে সে ঘরে মালাইকাহ প্রবেশ করে না।
১৩৬৩. আবু ত্বলহা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না। [বোখারী পর্ব ৫৯ অধ্যায় ৭ হাদীস নং ৩২২৫; মুসলিম ৩৭/২৬ হাঃ ২১০৬] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ১৩৬৪. আবু ত্বলহা [রাদি.] হইতে […]
রঙে ইয়াহূদীদের বিরোধিতা করা।
১৩৬২. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, ইয়াহূদী ও নাসারারা রং লাগায় না। অতএব তোমরা তাহাদের বিপরীত কাজ কর। [বোখারী পর্ব ৬০ অধ্যায় ৫০ হাদীস নং ৩৪৬২; মুসলিম ৩৭/২৫ হাঃ ২১০৩] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
পুরুষের জন্য জাফরান রং ব্যবহার করা নিষিদ্ধ।
১৩৬১. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] পুরুষদের জাফরানী রং-এর কাপড় পরিধান করিতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৩৩ হাদীস নং ৫৮৪৬; মুসলিম ৩৭/২৩, হাঃ ২১০১] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
চিত হয়ে এক পা আরেক পা-র উপর রেখে শোয়া বৈধ।
১৩৬০. আবদুল্লাহ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে মাসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। [বোখারী পর্ব ৮ অধ্যায় ৮৫ হাদীস নং ৪৭৫; মুসলিম ৩৭/২২, হাঃ ২১০০] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস