৯৭২. আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, যে ব্যক্তি [স্তন্যে] দুধ আটকিয়ে রাখা বকরী ক্রয় করে তা ফেরত দিতে চায়, সে যেন এর সঙ্গে এক সাআ পরিমাণ খেজুরও দেয়। আর নাবী [সাঃআঃ] [পণ্য ক্রয় করার জন্য] বণিক দলের সাথে [শহরে প্রবেশের পূর্বে পথিমধ্যে] সাক্ষাৎ করিতে নিষেধ করিয়াছেন। [বোখারী […]
কোন ভাইয়ের দামদর করার উপর দামদর করা, কোন ভাই এর ক্রয়ের বিরুদ্ধে ক্রয় করা, ঠকানো ও পালানে দুধ জমা করার নিষিদ্ধতা ।
৯৬৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয় না করে। [বোখারী পর্ব ৩৪: /৫৮, হাঃ ২১৩৯; মুসলিম ২১/৪, হাঃ ১৪১২] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ৯৭০. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলেছেন, তোমরা […]
পশুর পেটে আছে এমন বাচ্চা বিক্রয় হারাম ।
৯৬৮. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্র রসূল [সাঃআঃ] গর্ভস্থিত বাচ্চার গর্ভের প্রসবের মেয়াদের উপর বিক্রি নিষেধ করিয়াছেন। এ এক ধরনের বিক্রয়, যা জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল। কেউ এ শর্তে উটনী ক্রয় করত যে, এই উটনীটি প্রসব করিবে পরে ঐ শাবক তার গর্ভ প্রসব করার পর তার মূল্য দেয়া […]
স্পর্শ ও নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় বাতিল হওয়া ।
৯৬৫. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহ্র রসূল [সাঃআঃ] স্পর্শ ও নিক্ষেপের পদ্ধতিতে ক্রয়-বিক্রয় নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৩৪ : /৬৩, হাঃ ২১৪৬; মুসলিম ২১/১, হাঃ ১৫১১] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ৯৬৬. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, দু [দিনের] সওম ও দু […]
যাতুর রিকার যুদ্ধ।
১১৯২. আবু মূসা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, কোন যুদ্ধে আমরা নাবী [সাঃআঃ]-এর সঙ্গে বের হলাম। আমরা ছিলাম ছয়জন। আমাদের কাছে ছিল মাত্র একটি উট। পালাক্রমে আমরা এর পিঠে চড়তাম। [হেঁটে হেঁটে] আমাদের পা ফেটে যায়। আমার পা দুখানাও ফেটে গেল, নখগুলো খসে পড়ল। এ কারণে আমরা পায়ে নেকড়া জড়িয়ে […]
নাবী (সাঃ)-এর যুদ্ধের সংখ্যা।
১১৮৮. আবু ইসহাক [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ আবদুল্লাহ্ ইবনি ইয়াযীদ আনসারী [রাদি.] বের হলেন এবং, বারাআ ইবনি আযিব ও যায়দ ইবনি আরকাম [রাদি.] ও তাহাঁর সঙ্গে বের হলেন। তিনি মিম্বার ছাড়াই পায়ের উপরে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দুআ করিলেন। অতঃপর ইস্তিগফার করে আযান ও ইকামাত ব্যতীত সশব্দে কিরাআত […]
মহিলাদের পুরুষের পাশে থেকে যুদ্ধ।
১১৮৭. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, ওহোদ যুদ্ধের এক সময়ে সহাবায়ে কেরাম নাবী [সাঃআঃ] হইতে আলাদা হয়ে পড়েছিলেন। তখন আবু ত্বলহা ঢাল হাতে নিয়ে নাবী [সাঃআঃ]-এর সামনে প্রাচীরের মত দৃঢ় হয়ে দাঁড়ালেন। আবু ত্বলহা সুদক্ষ তীরন্দাজ ছিলেন। এক নাগাড়ে তীর ছুঁড়তে থাকায় তাহাঁর হাতে ঐদিন দু বা তিনটি ধনুক […]
যিকারাদের যুদ্ধ ইত্যাদি।
১১৮৬.সালামাহ ইবনি আকওয়া[রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, [একদা] আমি ফাজরের সলাতের আযানের আগে বাইরে বের হলাম। রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর দুধেল উটগুলোকে যি-কারাদ জায়গায় চরানো হতো। সালামাহ [রাদি.] বলেন, তখন আমার সঙ্গে আবদুর রহমান ইবনি আওফ [রাদি.]-এর গোলামের দেখা হলো। সে বলিল, রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর দুধেল উটগুলো লুট করা হয়েছে। জিজ্ঞেস করলাম, কে […]
আহযাবের যুদ্ধ এবং তা হচ্ছে খান্দাক।
১১৮২. বারা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আহযাবের দিন আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে দেখেছি যে, তিনি মাটি বহন করছেন। আর তাহাঁর পেটের শুভ্রতা মাটি ঢেকে ফেলেছে। সে সময় তিনি আবৃত্তি করছিলেন, [হে আল্লাহ্] ঃ আপনি না হলে আমরা হিদায়াত পেতাম না; সদাকাহ দিতাম না এবং সলাত আদায় করতাম না। তাই […]
খায়বারের যুদ্ধ।
১১৮০. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] খায়বার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফাজরের সলাত আদায় করলাম। অতঃপর নাবী [সাঃআঃ] সওয়ার হলেন। আবু ত্বলহা [রাদি.]-ও সওয়ার হলেন, আর আমি আবু ত্বলহা[রাদি.]র পিছনে উপবিষ্ট ছিলাম। নাবী [সাঃআঃ] তাহাঁর সওয়ারীকে খায়বারের পথে চালিত করিলেন। আমার হাঁটু নাবী […]