জমি ভাড়া দেয়া ।

৯৯৩. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমাদের মধ্যে কিছু লোকের অতিরিক্ত ভূসম্পত্তি ছিল। তারা পরস্পর পরামর্শ করে ঠিক করিল যে, এগুলো তারা তিন ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ বা অর্ধেক হিসাবে ইজারা দিবে। এ কথা শুনে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলিলেন, কারো অতিরিক্ত জমি থাকলে হয় সে নিজেই […]

মুহাক্বলা, মুযা-বানাহ ও মুখাবারাহ নিষিদ্ধ হওয়া এবং ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় করা এবং বাইয়ে মুআওয়ামা আর তা হচ্ছে বাইয়ে সীনি-ন ।

৯৯২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] মুখাবারা, মুহাকালা ও শুকনো খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রি করিতে এবং ফল উপযুক্ত হওয়ার আগে তা বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। গাছে থাকা অবস্থায় ফল দীনার এবং দিরহামের বিনিময়ে ছাড়া যেন বিক্রি করা না হয়। তবে আরায়্যার অনুমতি দিয়েছেন। [বোখারী […]

যে ব্যক্তি গাছে ফল থাকা অবস্থায় খেজুর গাছ বিক্রি করিল ।

৯৯১. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলেছেন, কেউ তাবীর করার পরে খেজুর গাছ বিক্রি করলে সে ফলের মালিক থাকিবে, অবশ্য ক্রেতা যদি [ফল লাভের] শর্ত করে, তবে সে পাবে। [বোখারী পর্ব ৩৪: /৯০, হাঃ ২২০৪; মুসলিম ২১/১৫, হাঃ ১৫৪৩] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ […]

শুকনো খেজুরের বিনিময়ে রুতাব বা তাজা খেজুর বিক্রয় নিষিদ্ধ তবে আরায়্যা ব্যতীত ।

৯৮৫. যায়দ ইবনি সাবিত [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] আরিয়্যাহ এর মালিককে তা অনুমানে বিক্রি করার অনুমতি প্রদান করিয়াছেন। [বোখারী পর্ব ৩৪ : /৮২, হাঃ ২১৮৮; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৩৪] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ৯৮৬. সাহল ইবনি আবু হাসমাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] […]

কেটে নেয়ার শর্ত ব্যতীত ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় নিষিদ্ধ ।

৯৮২. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করিতে ক্রেতা ও বিক্রেতাকে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৩৪: /৮৫, হাঃ ২১৯৪; মুসলিম ২১/১৩, হাঃ ১৫৩৪] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ৯৮৩. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] […]

যে বিক্রয়ে ধোঁকা দেয় ।

৯৮১. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ এক সাহাবী নাবী [সাঃআঃ]-এর নিকট উল্লেখ করিলেন যে, তাকে ক্রয়-বিক্রয়ে ধোঁকা দেয়া হয়। তখন তিনি বলিলেন, যখন তুমি ক্রয়-বিক্রয় করিবে তখন বলে নিবে কোন প্রকার ধোঁকা নেই। [বোখারী পর্ব ৩৪: /৪৮, হাঃ ২১১৭; মুসলিম ২১/১২, হাঃ ১৫৩৩] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ […]

বেচাকেনায় ও বর্ণনা দেয়ায় সত্য বলা ।

৯৮০. হাকীম ইবনি হিযাম [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলেছেন, ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাহাদের ইখতিয়ার থাকিবে [ক্রয়-বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করা]। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাহাদের ক্রয়-বিক্রয়ে বরকত হইবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাহাদের […]

উভয়ের সংযোগ ত্যাগ করার পূর্বে ক্রেতা ও বিক্রেতার ক্রয়-বিক্রয় বাতিল করার সুযোগ আছে ।

৯৭৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলেছেন, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকের একে অপরের উপর ইখতিয়ার থাকিবে, যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হইবে। তবে খিয়ারের শর্তে ক্রয়-বিক্রয়ে [বিচ্ছিন্ন হওয়ার পরও ইখতিয়ার থাকিবে]। [বোখারী পর্ব ৩৪ : /৪৪, হাঃ ২১১১; মুসলিম ২১/১০, হাঃ ১৫৩১] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস […]

মাল হস্তগত করার পূর্বে বিক্রয় বাতিল ।

৯৭৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] যা নিষেধ করিয়াছেন, তা হল অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রয় করা। ইবনি আব্বাস [রাদি.] বলেন, আমি মনে করি, প্রত্যেক পণ্যের ব্যাপারে অনুরূপ নির্দেশ প্রযোজ্য হইবে। [বোখারী পর্ব ৩৪ : /৫৫, হাঃ ২১৩৫; মুসলিম ২১/৮, হাঃ ১৫২৫] লুলু ওয়াল মারজান -এই […]

শহরবাসীর জন্য গ্রাম্য লোকের পক্ষে বিক্রয় করা হারাম ।

৯৭৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলেছেন, তোমরা পণ্যবাহী কাফেলার সাথে [শহরে প্রবেশের পূর্বে সস্তায় পণ্য খরিদের উদ্দেশ্যে] সাক্ষাৎ করিবে না এবং শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে। রাবী তাউস [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় […]