১৩০১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেছেনঃ যে সকল পানীয় নেশা সৃষ্টি করে, তা হারাম। [বোখারী পর্ব ৪ অধ্যায় ৭১ হাদীস নং ৫৫৮৫, ৫৫৮৬, ২৪২; মুসলিম ৩৬/৭, হাঃ ২০০১], ১৩০২. আবু মূসা আল-আশআরী [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] তাঁকে [আবু মূসাকে গভর্নর নিযুক্ত করে] ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে […]
আলকাতরা মাখানো পাত্রে, কদুর বোলে, সবুজ কলস ও কাঠের বোলে নাবিজ বানানো নিষিদ্ধ এবং এ বিধান রহিত হয়ে যাওয়া ও বর্তমানে এটা হালাল যতক্ষণ না তা মাতাল করে।
১২৯৬. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম] বলেছেন, কদু [লাউ]র খোলসে এবং আলকাতরা মাখানো পাত্রে নাবিজ তৈরি করো না। [বোখারী পর্ব ৭৪ অধ্যায় ৪ হাদীস নং ৫৫৮৭; মুসলিম ৩৬/৬, হাঃ ১৯৯২, ১৯৯৩] ১২৯৭. আলী [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] দুব্বা [কদু বা লাউয়ের খোলস] ও মুযাফ্ফাত [আলকাতরার প্রলেপ […]
পাকা খেজুর ও কিশমিশ একত্র করে নাবিজ বানানো মাকরূহ।
১২৯৪. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] কিসমিস, শুকনো খেজুর, কাঁচা ও পাকা খেজুর মিশ্রণ করিতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১১ হাদীস নং ৫৬০১; মুসলিম ৩৬/৫, হাঃ ১৯৮৬] ১২৯৫. আবু ক্বাতাদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] খুরমা ও আধাপাকা খেজুর এবং খুরমা ও কিসমিস একত্রিত করিতে নিষেধ করিয়াছেন। […]
মদ হারাম হওয়ার বর্ণনা এবং তা আঙ্গুরের রস, পাকা খেজুর, শুকনা খেজুর, কিশমিশ ইত্যাদি দ্বারা তৈরি হোক যা মাতাল করে।
১২৯২.আলী [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, বদর যুদ্ধের গনীমতের মালের মধ্য হইতে যে অংশ আমি পেয়েছিলাম, তাতে একটি জওয়ান উটনীও ছিল। আর নাবী [সাঃআঃ] খুমুসের মধ্য হইতে আমাকে একটি জওয়ান উটনী দান করেন। আর আমি যখন আল্লাহর রসূল [সাঃআঃ]-এর কন্যা ফাতিমাহ [রাদি.]-এর সঙ্গে বাসর যাপন করব, তখন আমি বানূ কায়নুকা […]
স্ত্রীদের ব্যাপারে উপদেশ ।
৯৩৩. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন, নারীরা হচ্ছে পাঁজরের হাড়ের ন্যায়। যদি তোমরা তাকে একেবারে সোজা করিতে চাও, তাহলে ভেঙ্গে যাবে। সুতরাং, যদি তোমরা তাহাদের থেকে লাভবান হইতে চাও, তাহলে ঐ বাঁকা অবস্থাতেই লাভবান হইতে হইবে [বোখারী পর্ব ৬৭ : /৭৯, হাঃ ৫১৮৪; মুসলিম ১৭/১৮, হাঃ ১৪৬৮] […]
কুমারী মহিলাকে বিবাহ করা মুস্তাহাব ।
৯২৯. জাবির ইবনি আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি শাদী করলে, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] আমাকে জিজ্ঞেস করিলেন, তুমি কেমন মেয়ে শাদী করেছ? আমি বললাম, পূর্ব বিবাহিতা রমণীকে বিয়ে করেছি। তিনি বলিলেন, কুমারী মেয়ে এবং তাহাদের কৌতুকের প্রতি তোমার আগ্রহ নেই? [রাবী বলেন] আমি এ ঘটনা আম্র ইবনি দীনার [রাদি.]-কে অবগত […]
ধার্মিকা মহিলাকে বিবাহ করা মুস্তাহাব ।
৯২৮. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে শাদী করা যায়- তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে। অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হইবে। [বোখারী পর্ব ৬৭ : /১৫, হাঃ ৫০৯০; মুসলিম ১৭/১৫, হাঃ ১৪৬৬] বিঃ দ্রঃ ইসলামের […]
কোন মহিলার তার পালা অন্য সতিনকে হেবা করা জায়িয ।
৯২৭. আমরা ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর সহধর্মিণী মাইমূনাহ [রাদি.]-এর জানাযায় উপস্থিত ছিলাম। ইবনি আব্বাস [রাদি.] বলেন, ইনি রসূল [সাঃআঃ]-এর সহধর্মিণী। সুতরাং যখন তোমরা তাহাঁর জানাযা উঠাবে তখন ধাক্কাধাক্কি এবং জোরে নাড়া-চাড়া করো না; বরং ধীরে ধীরে নিয়ে চলবে। কেননা, নাবী [সাঃআঃ]-এর নয়জন বিবি ছিলেন। তিনি আট জনের […]
স্ত্রীদের মধ্যে সময় বা পালা বণ্টন এবং এর সুন্নাতী বিধান হচ্ছে প্রত্যেকের নিকট দিবারাত্রি কাটান।
৯২৬. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, যেসব মহিলা নিজেকে রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর কাছে হেবাস্বরূপ ন্যস্ত করে দেন, তাহাদের আমি ঘৃণা করতাম। আমি [মনে মনে] বলতাম, মহিলারা কি নিজেকে অর্পণ করিতে পারে? এরপর যখন আল্লাহ্ তাআলা এ আয়াত নাযিল করেনঃ “আপনি তাহাদের মধ্য থেকে যাকে ইচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখতে […]
বিবাহের পর কুমারী ও পূর্ণ বিবাহিতা স্ত্রীর নিকট অবস্থানের পরিমাণ ।
৯২৫. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর সুন্নাত হচ্ছে, যদি কেউ বিধবা স্ত্রী থাকা অবস্থায় কুমারী শাদী করে তবে সে যেন তার সঙ্গে সাত দিন অতিবাহিত করে এবং এরপর পালা অনুসারে এবং কেউ যদি কোন বিধবাকে শাদী করে এবং তার ঘরে পূর্ব থেকেই কুমারী স্ত্রী থাকে তবে সে […]