আঙ্গুল ও প্লেট চেটে খাওয়া ও কোন লোকমা পড়ে গেলেও তাতে ময়লা লাগলে পরিষ্কার করে খেয়ে নেয়া মুস্তাহাব এবং হাত চেটে খাওয়ার পূর্বে মুছে ফেলা মাকরূহ।

১৩২০. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মোছে, যতক্ষণ না সে তা নিজে চেটে খায় কিংবা অন্যকে দিয়ে চাটিয়ে নেয়। [বোখারী পর্ব ৭০ অধ্যায় ৫২ হাদীস নং ৫৪৫৬; মুসলিম ৩৬/১৮, হাঃ ২০৩১]

প্রথমে পানকারীর পর দুধ, পানি বা এ জাতীয় বস্তুর পাত্র ডান দিক থেকে ঘুরান মুস্তাহাব।

১৩১৮. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের এই ঘরে আগমন করিলেন এবং কিছু পান করিতে চাইলেন। আমরা আমাদের একটা বকরীর দুধ দোহন করে তাতে আমাদের এই কুয়ার পানি মিশালাম। অতঃপর তা সম্মুখে পেশ করলাম। এ সময় আবু বকর [রাদি.] ছিলেন তাহাঁর বামে, উমার [রাদি.] ছিলেন তাহাঁর সম্মুখে, […]

পান করার সময় পাত্রে নিঃশ্বাস ছাড়া ঘৃণিত এবং পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ছাড়া মুস্তাহাব।

১৩১৬, আবু কাতাদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ আল্লাহর রসূল [সাঃআঃ] বলেন, তোমাদের কেউ যখন পান করে, তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। [বোখারী পর্ব ৪ অধ্যায় ১৮ হাদীস নং ১৫৩; মুসলিম ৩৬/১৬, হাঃ ২৬৭] ১৩১৭. সুমামাহ ইবনি আবদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ আনাস [রাদি.]-এর নিয়ম ছিল, তিনি […]

জমজমের পানি দাঁড়িয়ে পান করা।

১৩১৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ] -এর নিকট যমযমের পানি পেশ করলাম। তিনি তা দাঁড়িয়ে পান করিলেন। [বোখারী পর্ব ২৫ অধ্যায় ৭৬ হাদীস নং ১৬৩৭; মুসলিম ৩৬/১৫, হাঃ ২০২৭]

খাওয়া ও পান করার আদাব এবং তার বিধান।

১৩১৩. উমার ইবনি আবু সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম। […]

পাত্র ঢেকে রাখা, মশ্‌ক বেঁধে রাখা, দরজা বন্ধ করা, এগুলো করার সময় বিসমিল্লাহ বলা এবং ঘুমানোর সময় বাতি ও আগুন নিভিয়ে রাখা এবং মাগরিবের পর শিশু ও গরু বাছুর বাড়ীর বাইরে যেতে না দেয়ার নির্দেশ।

১৩১০.জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেন, যখন রাতের আঁধার নেমে আসবে অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে [ঘরে] আটকে রাখবে। কেননা এসময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হইবে তখন তাহাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা […]

নাবিজ পান করা ও পাত্র ঢেকে রাখা।

১৩০৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আবু হুমাইদ [রাদি.] এক পাত্রে দুধ নিয়ে আসলেন। রাসূলুল্লাহ [সাঃআঃ] তাঁকে বললেনঃ এটিকে ঢেকে রাখলে না কেন? এর উপর একটি কাঠি দিয়ে হলেও ঢেকে রাখা উচিত ছিল। [বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১২ হাদীস নং ৫৬০৫; মুসলিম ৩৬/১১, ২০১০]

দুগ্ধ বা দুধ পান বৈধ।

১৩০৭. বারা [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, যখন নাবী [সাঃআঃ] মাদীনাহ্‌র দিকে যাচ্ছিলেন তখন সুরাকা ইবনি মালিক ইবনি জুশাম তাহাঁর পেছনে ধাওয়া করিল। নাবী [সাঃআঃ] তার জন্য বদ্‌দুআ করিলেন। ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে মাটিতে দেবে গেল। তখন সে বলিল, আপনি আল্লাহ্‌র কাছে আমার জন্য দুআ করুন। আমি আপনার কোন […]

নাবিজ ততক্ষণ [খাওয়া] বৈধ যতক্ষণ না তা কঠিনভাবে বিকৃত হয় এবং মাদকদ্রব্যে পরিণত হয়।

১৩০৪. সাহ্‌ল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আবু উসায়দ আস্ সাঈদী [রাদি.] শাদী উপলক্ষে নাবী [সাঃআঃ]-কে তার ওয়ালীমায় দাওয়াত করিলেন। তাহাঁর নববধু সেদিন খাদ্য পরিবেশন করছিলেন। সাহ্‌ল বলেন, তোমরা কি জান, সে দিন নাবী [সাঃআঃ]-কে কী পানীয় সরবরাহ করা হয়েছিল? সারারাত ধরে কিছু খেজুর পানির মধ্যে ভিজিয়ে রেখে […]

যে মদপান করিল তা থেকে বিরত হল না বা তাওবাহ করিল না তার শাস্তি তাকে পরকালে তা থেকে বঞ্চিত করা হইবে।

১৩০৩. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে এরপর সে তা থেকে তাওবাহ করেনি, সে ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকিবে। [বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১ হাদীস নং ৫৫৭৫; মুসলিম ৩৬/৮, হাঃ ২০০৩]