নাবী (সাঃ)-এর উপর ওয়াহী নাযিল হওয়ার এমনকি শীতকালেও ঘর্মাক্ত হয়ে যাওয়া।

১৫০৫. উম্মুল মুমিনীন আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ হারিস ইবনি হিশাম [রাদি.] আল্লাহর রসূল [সাঃআঃ]-কে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনার নিকট ওয়াহী কিরূপে আসে? আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ {কোন কোন সময় তা ঘণ্টা বাজার মত আমার নিকট আসে। আর এটি-ই আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হইতেই […]

নাবী (সাঃ)-এর ঘামের সুগন্ধি এবং তদ্‌দ্বারা বারাকাত গ্রহণ।

১৫০৪. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, উম্মু সুলায়ম [রাদি.] নাবী [সাঃআঃ]-এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই ঐ চামড়ার বিছানার উপর কায়লুলা করিতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তাহাঁর শরীরের কিছুটা ঘাম ও চুল সংগ্রহ করিতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে […]

নাবী (সাঃ)-এর সুঘ্রাণ, তাহাঁর কোমলতা ও তাহাঁর স্পর্শের কল্যাণময়তা।

১৫০৩. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ]-এর হাতের তালুর চেয়ে মোলায়েম কোন নরম ও গরদকেও আমি স্পর্শ করি নি। আর নাবী [সাঃআঃ]-এর শরীরের সুঘ্রাণ অপেক্ষা অধিক সুঘ্রাণ আমি কখনো পাইনি। [বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৬১; মুসলিম পর্ব ৪৩;]

নাবী (সাঃ)-এর পাপকর্ম থেকে দূরে থাকা, বৈধ কাজের মধ্যে সহজটিকে গ্রহণ করা এবং আল্লাহ তাআলার জন্য প্রতিশোধ নেয়া যখন তাহাঁর [আল্লাহ্‌র] হুকুমের অমর্যাদা করা হয়।

১৫০২. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ নাবী [সাঃআঃ]-কে যখনই দুটি জিনিসের একটি গ্রহণের স্বাধীনতা দেয়া হত, তখন তিনি সহজটিই গ্রহণ করিতেন যদি তা গুনাহ না হত। গুনাহ হইতে তিনি অনেক দূরে অবস্থান করিতেন। নাবী [সাঃআঃ] নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। তবে আল্লাহ্‌র সীমারেখা লঙ্ঘন করা হলে আল্লাহ্‌কে সন্তুষ্ট করার জন্য […]

নাবী (সাঃ)-এর নারীদের প্রতি করুণা এবং উটের আরোহী মহিলা হলে উট চালককে ধীরে উট চালনার জন্য নাবী (সাঃ)-এর নির্দেশ দান।

১৫০১. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেনঃ রসূলুল্লাহ [সাঃআঃ]-এর এক সফরে ছিলাম। তাহাঁর সঙ্গে তখন আনজাশাহ নামের এক কালো গোলাম ছিল। সে পুঁথি গাইছিল। রসূলুল্লাহ [সাঃ] তাকে বললেনঃ ওহে আনজাশাহ! তোমার সর্বনাশ। তুমি উটটিকে কাঁচপাত্র সদৃশ সওয়ারীদের নিয়ে ধীরে চালাও। [বোখারী, পর্ব ৭৮ : আদব-আচার, অধ্যায় ৯৫, হাদীস […]

নাবী (সাঃ) ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের।

১৪৯৯. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] গৃহবাসিনী পর্দানশীন কুমারীদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। [বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৬২; মুসলিম ৪৩/১৬ হাঃ ২৩২০] ১৫০০. আবদুল্লাহ ইবনি আম্‌র [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলিতেন, […]

রসূল (সাঃ)-এর শিশু ও অনাথদের প্রতি অত্যধিক দয়া এবং তাহাঁর বিনয় ও অন্যান্য সদ্ গুণাবলী।

১৪৯৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমরা আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সঙ্গে আবু সায়ফ্ কর্মকারের নিকট গেলাম। তিনি ছিলেন [নাবী-তনয়] ইব্রাহীম [রাদি.]-এর দুধ সম্পর্কীয় পিতা। আল্লাহর রসূল [সাঃআঃ] ইব্রাহীম [রাদি.]-কে তুলে নিয়ে চুমু খেলেন এবং নাকে-মুখে লাগালেন। অতঃপর [আরেক বার] আমরা তার [আবু সায়ফ্-এর] বাড়িতে গেলাম। তখন ইব্রাহীম […]

রসূল (সাঃ)-এর নিকট কোন কিছু চাওয়া হলে তিনি কখনও না বলেননি এবং তাহাঁর অত্যধিক দানের বর্ণনা।

১৪৯৩. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর নিকট এমন কোন জিনিসই চাওয়া হয়নি, যার উত্তরে তিনি না বলেছেন। [বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৩৯ হাদীস নং ৬০৩৪; মুসলিম ৪৩/১৪ হাঃ ২৩১১] ১৪৯৪. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছিলেন, যদি বাহরাইনের মাল এসে যায় তাহলে […]

মুহাম্মাদ (সাঃ) ছিলেন মানুষের মাঝে সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী।

১৪৯১. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আমি দশ বছর পর্যন্ত নাবী [সাঃআঃ]-এর খিদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উঃ শব্দ বলেননি। এ কথা জিজ্ঞেস করেননি, তুমি এ কাজ কেন করলে এবং কেন করলে না? [বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৩৯ হাদীস নং ৬০৩৮; মুসলিম ৪৩/১৩, হাঃ ২৩০৯] ১৪৯২. আনাস […]

নাবী (সাঃ) রহমতের বায়ু অপেক্ষা মানুষদের মধ্যে অধিক দানশীল ছিলেন।

১৪৯০. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রামাযানে তিনি আরো অধিক দানশীল হইতেন, যখন জিবরাঈল [আ.] তাহাঁর সঙ্গে সাক্ষাৎ করিতেন। আর রামাযানের প্রতি রাতেই জিবরাঈল [আ.] তাহাঁর সাথে সাক্ষাৎ করিতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রসূল [সাঃআঃ] রহমতের […]