কোন ব্যক্তির সামনে তার তারিফ করা মাকরূহ। কোন ব্যক্তির সামনে তার প্রশংস করা হলে যাদি ঐ ব্যক্তির দ্বারা ফেত্না হওয়ার বা তার মধ্যে অহংকারবোধ জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার সামনে প্রশংস করা ভাল না । তবে এ জাতীয় কিছু ঘটার আশংকা না থাকলে সামনা-সামনি প্রশংসায় কোন ক্ষতি নেই 4 2893