অর্থহীন শপথসমূহ ক্ষমাযোগ্য। এ জাতীয় শপথ ভঙ্গ করাতেকোন কাফ্‌ফারা আদায় করতে হয় না। এ শপথসমূহ এমন প্রকারের যা অভ্যাসবশতঃ শপথ করার ইচ্ছা ছাড়াই মুখে এসে যায়। যেমন, সচরাচর কথাবার্তা বলার সময় আল্লাহ্‌র কসম, খোদার শপথ ইত্যাদি বলা হয়ে থাকে

  • 0
  • 1296

সম্রাট বা কোন রাষ্ট্রপ্রধানকে – শাহেনশাহ, রাজাধিরাজ বলে সম্বোধন করা বা উপাধি দেয়া হারাম। কেননা শাহেনশাহ শব্দটির অর্থ মালিকুল মুলক – সম্রাটদের সম্রাট। মহান আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে এ বিশেষণে বিশেষিত করা যায় না

  • -1
  • 2069