অর্ধ শাবানের পর হতে রমযানের পূর্ব পর্যন্ত রোযা পালন করার উপর নিষেধাজ্ঞা, তবে যার পূর্বের সঙ্গে মিলাবার অভ্যাস হয়ে গেছে অথবা যে ব্যক্তি সোমবার ও বৃহস্পতিবার রোযা পালন করতে অভ্যস্ত সে ঐ দিনসমূহে রোযা পালন করতে পারবে 0 1489
রোযাদারের প্রতি গালিগালাজ ও শরীয়ত বিরোধী কার্যকলাপ হতে নিজের জিহবা ও অন্যান্য অঙ্গকে বিরত রাখার নির্দেশ 0 1375