রিয়াযুস সালেহীন
ইমান নববী (র.)-এর বিশ্বখ্যাত ও অমূল্য গ্রন্থ 'রিয়াদুস সালিহীন' (বাংলায় - ধার্মিক এর উদ্যান) উম্মাতে মুসলিমার জন্য অনন্য উপহার। দীর্ঘদিন পরিশ্রম ও অনুসন্ধানের মাধ্যমে তিনি বিষয়ভিত্তিক এ গ্রন্থটি রচনা করছনে। এটি নবী (সা) বক্তব্য এবং ঐতিহ্যের সর্বাধিক বিশ্বাসযোগ্য উৎস বলে বিবেচিত।পবিত্র কুরআনের সাথে হাদীসের যে গভীর সম্পর্ক বিদ্যমান তা বুঝানোর জন্য তিনি অধ্যায় ও অনুচ্ছেদের প্রথমেই বিষয়রে সাথে সম্পর্কিত কুরআনের আয়াত সংযুক্ত করেছেন। গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণও প্রদান করেছেন। সারা বিশ্বময় এ গ্রন্থটি ব্যাপকভাবে সমাদৃত ও পঠিত হয়ে আসছে। এটি সমগ্র মুসলিম উম্মাহর জন্য উপদেশ ও নির্দেশিকাগুলির একটি সম্পূর্ণ উৎস।