সালাত

সালাত বা সালাহ (আরবি: صلاة‎‎) বা নামাজ বা নামায (ফার্সি: نماز‎‎)  ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ। কুরআনে সালাত শব্দটির প্রয়োগ এবং আরবি ভাষারীতি অনুসারে সালাত শব্দটির যেসব অর্থ পাওয়া যায় তার মোটামুটি একটি তালিকা হলো: (১) নিবিড় অনুসরণ (২) সংযোগ (৩) যোগাযোগ (৪) আনুকূল্য/ অনকূলতা (৫) সমর্থন, সহযোগিতা (৬) অনুগ্রহ (৭) দুআ বা আশীর্বাদ প্রার্থনা ইত্যাদি।