অসুস্থ রোগীর ঘরের লোকদের ও তার সেবকদের সাথে কোমল ও সদয় আচরণ করার জন্য অসিয়ত করা মুস্তাহাব, অনুরূপভাবে কেসাস বা হদ্দের কারণে যার মৃত্যু নিকটবর্তী তার সাথে কোমল ও সদয় আচরণ করার অসিয়ত 0 1603
অসুস্থ রোগীর একথা বলার অনুমতি রয়েছেঃ আমার ব্যথা করছে বা ভীষণ ব্যথা করছে বা আমার জ্বর বা হায় আমার মাথা গেলো ইত্যাদ। বিরক্ত হয়েও ক্ষোভ প্রকাশ করার উদ্দেশ্যে না বললে এ কথা বলা অপছন্দীয় নয় 0 1563