নিষিদ্ধ কার্য পর্ব

সৃষ্টির নামে হলফ করা নিষেধ। কোন সৃষ্টিজীব বা বস্তুর নামে হলফ করা জায়েয নয়। যেমন, নবী-রাসূল, স্বর্গীয় দূত, কা’বা ঘর, আকাশ, পিতা, দাদা, জীবন, রুহ্, মাথা ইত্যাদির নাম করে কসম করা এবং অনুরূপ সুলতান বা সম্রাটের দান, অমুকের কবর, আমানত বা বিশ্বসত্মতার কসম করা। এসবের উল্লেখ করে কসম করা কঠোরভাবে নিষিদ্ধ

  • 0
  • 1648

অর্থহীন শপথসমূহ ক্ষমাযোগ্য। এ জাতীয় শপথ ভঙ্গ করাতেকোন কাফ্‌ফারা আদায় করতে হয় না। এ শপথসমূহ এমন প্রকারের যা অভ্যাসবশতঃ শপথ করার ইচ্ছা ছাড়াই মুখে এসে যায়। যেমন, সচরাচর কথাবার্তা বলার সময় আল্লাহ্‌র কসম, খোদার শপথ ইত্যাদি বলা হয়ে থাকে

  • 0
  • 1293

সম্রাট বা কোন রাষ্ট্রপ্রধানকে – শাহেনশাহ, রাজাধিরাজ বলে সম্বোধন করা বা উপাধি দেয়া হারাম। কেননা শাহেনশাহ শব্দটির অর্থ মালিকুল মুলক – সম্রাটদের সম্রাট। মহান আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে এ বিশেষণে বিশেষিত করা যায় না

  • -1
  • 2056