লি'আন (স্বামী,স্ত্রী একে অপরের উপর অভিসম্পাত)

লিআন শব্দের অর্থ হচ্ছে ‘আল্লাহর লা’নত কামনা করা’। যখন স্বামী তার স্ত্রীর বিষয়ে (বা স্ত্রী তার স্বামীর বিষয়ে) ব্যাভিচারের অভিযোগ দায়ের করে অথচ সে নিজে ছাড়া অন্য কোনো স্বাক্ষী নেই তখন এ মামলার নিষ্পত্তি কীভাবে হবে সে নির্দেশনাকেই লিআন বলে।