স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে নারীদের তিন দিনের অতিরিক্ত শোক পালন করা হারাম। শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে 0 1533
শহরবাসীর গ্রামবাসীর পণ্যদ্রব্য বিক্রি করে দেয়া, গ্রাম্য কাফেলা থেকে প্রথমেই জিনিসপত্র নিয়ে নেয়া, অন্য জনের লেন-দেনের উপর লেনদেন করা এবং অন্য জনের বিয়ের প্রস্তাবের উপর বিয়ের প্রস্তাব দেয়া হারাম। তবে সে অনুমতি দিলে বা বর্জন করলে ভিন্ন কথা। 0 1378
জেনে বুঝেই হোক বা হাসি-ঠাট্টা করেই হোক কোন মুসলমানের প্রতি তরবারি বা অস্ত্র দ্বারা ইঙ্গিত করা নিষেধ। অনুরূপ করো হাতে উন্মুক্ত তরবারি তুলে দেয়াও নিষধ 0 1325
কোন ব্যক্তির সামনে তার তারিফ করা মাকরূহ। কোন ব্যক্তির সামনে তার প্রশংস করা হলে যাদি ঐ ব্যক্তির দ্বারা ফেত্না হওয়ার বা তার মধ্যে অহংকারবোধ জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার সামনে প্রশংস করা ভাল না । তবে এ জাতীয় কিছু ঘটার আশংকা না থাকলে সামনা-সামনি প্রশংসায় কোন ক্ষতি নেই 4 2894