যেসব কারণে রেশমী পোশাক পরিধান করা জায়েয এর বর্ণনা

খুঁজলীর জন্য রেশম ব্যবহারের অনুমতি

৮১০. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যুবাইর ও আবদুর রহমান ইবনে আওফ (রা)-কে তাদের পাঁচড়া বা চুলকানি হওয়ার কারণে রেশমী বস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কারণ তাদের উভয়ের শরীরে ছিল খোস-পাঁচড়া।৯৯

(বুখারী, মুসলিম)


*৯৯. তাঁদের শরীরের পাঁচড়া বা চুলকানি ছিল উকুন জাতীয় পোকার দরুন। রেশম গরম জাতীয় পোশাক। এর ব্যবহারে উকুন দূরীভূত হয়। এজন্য প্রতিষেধক হিসেবেই রাসূল (সা) তাঁদেরকে রেশমী বস্ত্র ব্যবহারের অনুমতি দেন।


 

Was this article helpful?

Related Articles