রোযাদারের সামনে খাবার আসলে কি করবে
৭৩৮. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কাউকে দাওয়াত দেয়া হলে সে যেন তা কবুল করে। যদি সে রোযাদার হয় তাহলে যেন তার (দাওয়াতকারীর) জন্য দোয়া করে। সে যদি রোযাদার না হয় তাহলে সে যেন আহার করে। (মুসলিম)