খাবারের বদনাম ও প্রশংস সংক্রান্ত বর্ণনা

খাদ্যের দোষ চর্চা না করা ও খাদ্যের প্রশংসা করা মুস্তাহাব

৭৩৬. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কখনো কোন খাদ্যে ছিদ্রান্বেষণ করেননি। খাদ্য তাঁর রুচিসম্মত হলে খেতেন এবং রুচি সম্মত না হলে খেতেন না।  (বুখারী, মুসলিম)


৭৩৭. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তাঁর পরিবার-পরিজনদের নিকট সালুন চাইলেন। তাঁরা বলেন, আমাদের নিকট সিরকা ছাড়া আর কিছু নেই। তিনি সিরকাই আনিয়ে খেতে লাগলেন এবং বলতে লাগলেনঃ কি উৎকৃষ্ট সালুন সিরকা, কি উৎকৃষ্ট সালুন সিরকা! (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles