উসমান ইবনুল আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং তিলাওয়াতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূল (সা) বলেন: ঐ শয়তানের নাম হচ্ছে খানযাব, যখন তুমি তার তাও উপস্থিতি বুঝতে পারো তখন উহা থেকে আল্লাহর আশ্রয় কামনা করো, । আর তোমার বাম দিকে তিনবার থুথু ফেলো। (মুসলিম-৪-১৭২৯)