রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেন বলে,
بِسْمِ اللّٰهِ
উচ্চারণঃ বিসমিল্লাহ
অনুবাদঃ আল্লাহর নামে।
আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে,
بِسْمِ اللّٰهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
উচ্চারণঃ বিস্মিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী
অনুবাদঃ এর শুরু ও শেষ আল্লাহ্র নামে।
রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে,
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ
উচ্চারণঃ আল্লা-হুম্মা বারিক লানা ফীহি ওয়া আত‘ইমনা খাইরাম-মিনহু
অনুবাদঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।
আর আল্লাহ্ যাকে দুধ পান করালে সে যেন বলে,
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
উচ্চারণঃ আল্লা-হুম্মা বারিক লানা ফীহি ওয়াযিদনা মিনহু
অনুবাদঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।