১৫৬০. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, [এক রাতে] আল্লাহর রসূল [সাঃআঃ] জেগে কাটান। অতঃপর তিনি যখন মাদীনায় এলেন এই আকাঙক্ষা প্রকাশ করিলেন যে, আমার সাহাবীদের মধ্যে কোন যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকত। এমন সময় আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম। তিনি জিজ্ঞেস করিলেন, ইনি কে? ব্যক্তিটি বলিল, আমি সাদ ইবনি আবু ওয়াক্কাস, আপনার পাহারার জন্য এসেছি। তখন নাবী [সাঃআঃ] ঘুমিয়ে গেলেন।
[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৭০ হাদীস নং ২৮৮৫; মুসলিম ৪৪/৫ হাঃ ২৪১০]
১৫৬১. আলি [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ]-কে সাদ [রাদি.] ব্যতীত আর কারো জন্য তাহাঁর পিতা-মাতাকে উৎসর্গ করার কথা বলিতে দেখিনি। আমি তাঁকে বলিতে শুনিয়াছি, তুমি তীর নিক্ষেপ কর, তোমার জন্য আমার পিতা-মাতা উৎসর্গ [ফিদা] হোক
[সহীহ বুখারি ২৯০৫, মুসলিম ২৪১২]
১৫৬২. সাদ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, উহুদ যুদ্ধে নাবী [সাঃআঃ] আমার জন্য তাহাঁর মাতা-পিতাকে একত্র করেছিলেন, [তোমার উপর আমার মাতা-পিতা কুরবান হোক]।
[বোখারী পর্ব ৬২ অধ্যায় ১৫ হাদীস নং ৩৭২৫; মুসলিম ৪৪/৫ হাঃ ২৪১১]