ইউনুস (আ:)-এর বর্ণনা এবং নাবী (সাঃ)-এর বাণীঃ আমি ইউনুস বিন মাত্তার চেয়ে উত্তম এ কথা কারো বলা উচিত নয়।

১৫৩৬. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেন, কোন বান্দার জন্যই এ কথা বলা সমীচীন নয় যে, আমি [মুহাম্মদ] ইউনুস ইবনি মাত্তার থেকে উত্তম।

[বোখারী পর্ব ৬০ অধ্যায় ৩৫ হাদীস নং ৩৪১৬; মুসলিম পর্ব ৪৩ হাঃ ২৩৭৩]


১৫৩৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেন, কোন ব্যক্তির এ কথা বলা ঠিক হইবে না যে, আমি [নাবী] ইউনুস ইবনি মাত্তার চেয়ে উত্তম। নাবী [সাঃআঃ] এ কথা বলিতে গিয়ে ইউনুস [আ.]-এর পিতার নাম উল্লেখ করিয়াছেন।

[বোখারী পর্ব ৬০ অধ্যায় ২৪ হাদীস নং ৩৩৯৫; মুসলিম অধ্যায় ৪৩ হাদীস ২৩৭৭]

Was this article helpful?

Related Articles