১৩০১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] বলেছেনঃ যে সকল পানীয় নেশা সৃষ্টি করে, তা হারাম।
[বোখারী পর্ব ৪ অধ্যায় ৭১ হাদীস নং ৫৫৮৫, ৫৫৮৬, ২৪২; মুসলিম ৩৬/৭, হাঃ ২০০১],
১৩০২. আবু মূসা আল-আশআরী [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] তাঁকে [আবু মূসাকে গভর্নর নিযুক্ত করে] ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে তৈরি করা হয় এমন কতিপয় শরাব সম্পর্কে নাবী [সাঃআঃ]-কে জিজ্ঞেস করিলেন। তিনি [সাঃআঃ] বলিলেন, ঐগুলো কী কী? আবু মূসা [রাদি.] বলিলেন, তা হল বিত্উ ও মিয্র শরাব। বর্ণনাকারী সাঈদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি আবু বুরদাকে জিজ্ঞেস করলাম বিত্উ কী? তিনি বলিলেন, বিত্উ হল মধু থেকে গ্যাজানো রস আর মিয্র হল যবের গ্যাঁজানো রস। [সাঈদ বলেন] তখন নাবী [সাঃআঃ] বলিলেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম।
[বোখারী পর্ব ৬৫ অধ্যায় ৬০ হাদীস নং ৪৩৪৩; মুসলিম ৩৬/৭, হাঃ ১৭৩৩]