পাকা খেজুর ও কিশমিশ একত্র করে নাবিজ বানানো মাকরূহ।

১২৯৪. জাবির [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] কিসমিস, শুকনো খেজুর, কাঁচা ও পাকা খেজুর মিশ্রণ করিতে নিষেধ করিয়াছেন।

[বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১১ হাদীস নং ৫৬০১; মুসলিম ৩৬/৫, হাঃ ১৯৮৬]


১২৯৫. আবু ক্বাতাদাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] খুরমা ও আধাপাকা খেজুর এবং খুরমা ও কিসমিস একত্রিত করিতে নিষেধ করিয়াছেন। আর এগুলো প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজিয়ে নাবীয তৈরী করা যাবে।

[বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১১ হাদীস নং ৫৬০২; মুসলিম ৩৬/৫, হাঃ ১৯৮৮]

Was this article helpful?

Related Articles