৯১৬. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ্র রসূল [সাঃআঃ] তাহাঁর নিকট অবস্থান করছিলেন। এমন সময় তিনি এক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন। সে হাফসাহ [রাদি.]-এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। আয়েশা [রাদি.] বলেন, হে আল্লাহ্র রসূল ! এ এক ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। তিনি বলেন, তখন আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলিলেন, তাকে হাফসাহর অমুক দুধ চাচা বলে মনে হচ্ছে। তখন আয়েশা [রাদি.] বলিলেন, আচ্ছা আমার অমুক দুধ চাচা যদি জীবিত থাকত তাহলে সে কি আমার ঘরে প্রবেশ করিতে পারত? আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলিলেন, হ্যাঁ, পারত। কেননা, জন্মসূত্রে যা হারাম, দুধপানও তাকে হারাম করে।
[বোখারী পর্ব ৫২/৭ হাঃ ২৬৪৬; মুসলিম ১৭/১, হাঃ ১৪৪৪]।