১১৭৮. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেছেন, [বাদরের দিন] নাবী [সাঃআঃ] বলিলেন, আবু জাহলের কী অবস্থা হল কেউ তা দেখিতে পার কি? তখন ইবনি মাসউদ [রাদি.] বের হলেন এবং দেখিতে পেলেন যে, আফরার দুই পুত্র তাকে এমনিভাবে মেরেছে যে, মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে। রাবী বলেনঃ আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] তার দাড়ি ধরে বলিলেন, তুমিই কি আবু জাহল? আবু জাহল বললঃ সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করিল অথবা বলিল তোমরা যাকে হত্যা করলে
বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৮ হাদীস নং ৩৯৬২; মুসলিম ৩২/৪১, হাঃ ১৮০০