১১৬৩. বারা [রাদি.] হইতে বর্ণিতঃ
তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করিল, হে আবু উমারা! হুনায়নের দিন আপনারা কি পলায়ন করেছিলেন? তিনি বলিলেন, না, আল্লাহ্র কসম, আল্লাহর রসূল [সাঃআঃ] পলায়ন করেননি। বরং তাহাঁর কিছু সংখ্যক নওজোয়ান সাহাবী হাতিয়ার ছাড়াই অগ্রসর হয়ে গিয়েছিলেন। তারা বানূ হাওয়াযিন ও বানূ নাসর গোত্রের সুদক্ষ তীরন্দাজদের সম্মুখীন হন। তাহাদের কোন তীরই লক্ষ্যভ্রষ্ট হয়নি। তারা এদের প্রতি এমনভাবে তীর বর্ষণ করিল যে, তাহাদের কোন তীরই ব্যর্থ হয়নি। সেখান থেকে তারা নাবী [সাঃআঃ]-এর নিকট এসে উপস্থিত হলেন। নাবী [সাঃআঃ] তখন তাহাঁর সাদা খচ্চরটির পিঠে ছিলেন এবং তাহাঁর চাচাতো ভাই আবু সুফ্ইয়ান ইবনি হারিস ইবনি আবদুল মুত্তালিব তাহাঁর লাগাম ধরে ছিলেন। তখন তিনি নামেন এবং আল্লাহ্র সাহায্য প্রার্থনা করেন। অতঃপর তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ], এক কথা মিথ্যা নয়। আমি আবদুল মুত্তালিবের পুত্র। অতঃপর তিনি সাহাবীদের সারিবদ্ধ করেন।
বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৯৭ হাদীস নং ২৯৩০; মুসলিম ৩২/২৮ হাঃ ১৭৭৬
১১৬৪. বারআ [রাদি.] হইতে বর্ণিতঃ
কাইস গোত্রের এক লোক তাঁকে জিজ্ঞেস করেছিল যে, হুনাইনের দিন আপনারা কি রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট হইতে পালিয়েছিলেন? তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] কিন্তু পালিয়ে যাননি। হাওয়াযিন গোত্রের লোকেরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা যখন তাহাদের উপর আক্রমণ চালালাম তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা গনীমত তুলতে শুরু করলাম তখন আমরা তাহাদের তীরন্দাজ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পড়লাম। তখন আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে তাহাঁর সাদা রংয়ের খচ্চরটির পিঠে আরোহিত অবস্থায় দেখলাম। আর আবু সুফ্ইয়ান [রাদি.] তাহাঁর খচ্চরটির লাগাম ধরেছিলেন। তিনি বলছিলেন “আমি আল্লাহ্র নাবী [সাঃআঃ], এটা মিথ্যা নয়।”
বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৫৪ হাদীস নং ৪৩১৭; মুসলিম ৩২/২৮, হাঃ ১৭৭৬