১৩৭১. আবু বাশীর আল-আনসারী [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, কোন এক সফরে তিনি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সঙ্গে ছিলেন। [রাবী] আবদুল্লাহ্ বলেন, আমার মনে হয়, তিনি [আবু বাশীর আনসারী] বলেছেন যে, মানুষ শয্যায় ছিল। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে, কোন উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে, আর ঝুললে তা যেন কেটে ফেলা হয়। [জাহেলী যুগে উটের গলায় এক ধরণের মালা এ উদ্দেশ্যে লটকানো হতো যাতে উট নজর লাগা থেকে রক্ষা পায়। আল্লাহর রসূল [সাঃআঃ] এই ভ্রান্ত ধারণা দূরীকরণের জন্যে এই নির্দেশ প্রদান করেন।]
[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৩৯ হাদীস নং ৩০০৫; মুসলিম ৩৭/২৮ হাঃ ২১১৫] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস