মানবের যাবতীয় বাক্যালাপ দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত পৌঁছানো নিষেধ

মানুষের যাবতীয় কথাবার্তা নিস্প্রয়োজনে দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত পৌঁছানো নিষেধ

কোন বিপর্যয় বা এ জাতীয় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা না থাকলে যে কোন কথা বা বর্ণানা নিয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছে যাওয়া ঠিক নয়।

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“সৎ ও আল্লাহভীতি মূলক কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা কর। গুনাহ ও বিদ্রোহমূলক কাজে পরস্পরকে সহযোগিতা কর না। আল্লাহকে ভয় কর। আল্লাহ অবশ্যই কঠোর শাস্তি বিধানকারী। (সূরা মায়েদাঃ ২)

 

১৫৪০. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “আমার সাহাবীদের কেউ যেন আমার কাছে অপর কারো দোষ বর্ণনা না করে। কেননা আমি চাই, যখন তোমাদের কাছে আমি আসব তখন যেন পরিষ্কার অন্তর নিয়ে আসতে পারি।”
(আবু দাউদ ও তিরমিযী)


 

Was this article helpful?

Related Articles