৪২৪. মুমিনদের মা আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রাতের কোন সলাতে আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে বসে কিরাআত পড়তে দেখিনি। অবশ্য শেষ দিকে বার্ধক্যে উপনীত হলে তিনি বসে কিরাআত পড়তেন। যখন [আরম্ভকৃত] সূরার ত্রিশ চল্লিশ আয়াত অবশিষ্ট থাকত, তখন দাঁড়িয়ে যেতেন এবং সে পরিমাণ কিরাআত পড়ার পর রুকূ করিতেন।
[বোখারী পর্ব ১৯ : /১৬ হাঃ ১১৪৮, মুসলিম ৬/১৬, হাঃ ৭৩১] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৪২৫. উম্মুল মুমিনীন আয়িশাহ্ [রাদি. হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বসে সলাত আদায় করিতেন। বসেই তিনি কিরাআত পাঠ করিতেন। যখন তাহাঁর কিরাআতের প্রায় ত্রিশ বা চল্লিশ আয়াত বাকী থাকত, তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে তা তিলাওয়াত করিতেন, অতঃপর রুকূ করিতেন; পরে সাজদাহ্ করিতেন। দ্বিতীয় রাকাআতেও অনুরূপ করিতেন। সলাত শেষ করে তিনি লক্ষ্য করিতেন, আমি জাগ্রত থাকলে আমার সাথে বাক্যালাপ করিতেন আর ঘুমিয়ে থাকলে তিনিও শুয়ে পড়তেন
। [বোখারী পর্ব ১৮ : /২০ হাঃ ১১১৯, মুসলিম ৬/১৬, হাঃ ৭৩১] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস