পদদ্বয় পরিপূর্ণভাবে ধৌত করার আবশ্যকতা।

১৩৯. আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রসূল [সাঃআঃ] আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন, এদিকে আমরা [আসরের] সলাত আদায় করিতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা উযূ করছিলাম। আমরা আমাদের পা কোনমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চৈস্বঃরে বললেনঃ পায়ের গোড়ালিগুলোর [শুকনো থাকার] জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার এ কথা বলিলেন।

[বোখারী পর্ব ৩ : /৩ হাঃ ৯৬, মুসলিম ২/৯ হাঃ ২৪১] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৪০. মুহাম্মদ ইবনি যিয়াদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

মুহাম্মদ ইবনি যিয়াদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা [রাদি.] আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে উযূ করছিল। তখন তাঁকে বলিতে শুনিয়াছি, তোমরা উত্তমরূপে উযূ কর। কারণ আবুল কাসিম [সাঃআঃ] বলেছেনঃ পায়ের গোড়ালীগুলোর জন্য দোযখের আযাব রয়েছে।

[বোখারী পর্ব ৪ : /২৯ হাঃ ১৬৫, মুসলিম ২/৯, হাঃ ২৪২] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles