আগুনে রান্না করা খাবার খেলে পুনরায় উযূ করতে হবে না

২০০. ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের মাংস খেলেন। অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু উযূ করলেন না।

সহীহুল বুখারী, পর্ব ৪: উযু, অধ্যায় ৫০, হাঃ ২০৭; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২৪, হাঃ ৩৫৪


২০১. উমাইয়াহ (রাযি.) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি বকরীর কাঁধের মাংস কেটে খেতে দেখলেন। এ সময় সালাতের জন্য আহবান হল। তিনি ছুরিটি ফেলে দিলেন, অতঃপর সালাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না।

সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযু, অধ্যায় ৫০, হাঃ ২০৮; মুসলিম, পর্ব ৩ ; হায়য,, অধ্যায় ২৪, হাঃ ৩৫৫


২০২. উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাযি.) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট (বকরীর) কাঁধের মাংস খেলেন, অতঃপর সালাত আদায় করলেন অথচ অযূ করলেন না।

সহীহুল বুখারী, পৰ্ব ৪ : উযূ, অধ্যায় ৫১, হাঃ ২১০; মুসলিম, পূর্ব ৩: হায়য, অধ্যায় ২৪, হাঃ ৩৫৬


২০৩. ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণিত, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। অতঃপর কুলি করলেন এবং বললেনঃ ’এতে রয়েছে তৈলাক্ত বস্তু’।

সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযু, অধ্যায় ৫২, হাঃ ২১১; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২৪, হাঃ ৩৫৮

 

Was this article helpful?

Related Articles