১৭০. উম্মু সালামাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একই চাদরের নীচে শুয়ে ছিলাম। হঠাৎ আমার হায়য দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়যের কাপড় পরে নিলাম। তিনি বললেনঃ তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, ’হ্যাঁ’। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তাঁর সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম।
সহীহুল বুখারী, পৰ্ব ৬; হায়য, অধ্যায় ২২, হাঃ ২৯৮; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২, হাঃ ২৯৬
১৭১. উম্মু সালামাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ … আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম।
সহীহুল বুখারী, পর্ব ৬: হায়য, অধ্যায় ২১, হাঃ ৩২২; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২, হাঃ ২৯৬