আল্লাহ তাআলার গরিমা ও অশ্লীলতা হারাম।

১৭৫৫. আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেছেন, নিষিদ্ধ কার্যে মুমিনদেরকে বাধা দানকারী আল্লাহ্‌র চেয়ে অধিক কেউ নেই, এজন্যই প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা নিষিদ্ধ করিয়াছেন, আল্লাহ্‌র প্রশংসা প্রকাশ করার চেয়ে প্রিয় তাহাঁর কাছে অন্য কিছু নেই, সেজন্যেই আল্লাহ আপন প্রশংসা নিজেই করিয়াছেন।

[বোখারী পর্ব ৬৫ অধ্যায় ৬ হাদীস নং ৪৬৩৪; মুসলিম ৪৯ অধ্যায় ৬, হাঃ ২৭৬০] তাওবা -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৭৫৬. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেন যে, আল্লাহ্ তাআলার আত্মমর্যাদাবোধ আছে এবং আল্লাহ্‌র আত্মমর্যাদাবোধ এই যে, যেন কোন মুমিন বান্দা হারাম কাজে লিপ্ত না হয়।

[বোখারী পর্ব ৬৭ অধ্যায় ১০৮ হাদীস নং ৫২২৩; মুসলিম ৪৯ অধ্যায় ৬, হাঃ ২৭৬২] তাওবা -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৭৫৭. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনেছিঃ আল্লাহ্‌র চেয়ে অধিক আত্মমর্যাদাবোধ আর কারো নেই। ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত। তিনি বলেন, আবু সালামাহ [রহমাতুল্লাহি আলাইহি] আবু হুরাইরাহ [রাদি.] থেকে শুনেছেন যে, তিনি নাবী [সাঃআঃ]-কে অনুরূপ হাদীস বলিতে শুনেছেন।

[বোখারী পর্ব ৬৭ অধ্যায় ১০৮ হাদীস নং ৫২২২; মুসলিম ৪৯ অধ্যায় ৬ হাঃ ২৭৬২] তাওবা -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles