৭৫২. আবু আইউব আনসারী [রাদি.] হইতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনি হুনায়ন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত। তিনি বলেন, আব্ওয়া নামক জায়গায় আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] এবং মিসওয়ার ইবনি মাখরামাহ [রাদি.]-এর মধ্যে মতবিরোধ দেখা দিল। আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] বলিলেন, মুহরিম ব্যক্তি তার মাথা ধুতে পারবে আর মিসওয়ার [রাদি.] বলিলেন, মুহরিম তার মাথা ধুতে পারবে না। এরপর আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] আমাকে আবু আইয়ূব আনসারী [রাদি.]-এর নিকট প্রেরণ করিলেন। আমি তাঁকে কুয়া হইতে পানি উঠানো চরকার দু খুঁটির মধ্যে কাপড় ঘেরা অবস্থায় গোসল করিতে দেখিতে পেলাম। আমি তাঁকে সালাম দিলাম। তিনি বলিলেন, কে? বললাম, আমি আবদুল্লাহ ইব্ন হুনায়ন। মুহরিম অবস্থায় আল্লাহর রসূল [সাঃআঃ] কিভাবে তাহাঁর মাথা ধুতেন, এ বিষয়টি জিজ্ঞেস করার জন্য আমাকে আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] আপনার নিকট প্রেরণ করিয়াছেন। এ কথা শুনে আবু আইয়ুব [রাদি.] তাহাঁর হাতটি কাপড়ের উপর রাখলেন এবং সরিয়ে দিলেন। ফলে তাহাঁর মাথাটি আমি সুস্পষ্টভাবে দেখিতে পেলাম। অতঃপর তিনি এক ব্যক্তিকে, যে তার মাথায় পানি ঢালছিল, বলিলেন, পানি ঢাল। সে তাহাঁর মাথায় পানি ঢালতে থাকল। অতঃপর তিনি দু হাত দিয়ে মাথা নাড়া দিয়ে হাত দুখানা একবার সামনে আনলেন আবার পেছনের দিকে টেনে নিলেন। এরপর বলিলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে এরকম করিতে দেখেছি।
[বোখারী পর্ব ২৮/১৪ হাঃ ১৮৪০, মুসলিম পর্ব ১৫/১৩, হাঃ ১২০৫] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস