৬৪৮. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
বারীরাহ [রাদি.]-কে সদাকাহকৃত গোশতের কিছু আল্লাহর রসূল [সাঃআঃ]-কে দেয়া হল। তিনি বলিলেন, তা বারীরাহর জন্য সদাকাহ এবং আমাদের জন্য হাদিয়া।
[বোখারী পর্ব ২৪ : /৬২ হাঃ ১৪৯৫, মুসলিম ১২/৫২, হাঃ ১০৭৪] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৬৪৯. উম্মু আতিয়্যাহ আনসারীয়াহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] আয়িশাহ্ [রাদি.]-এর নিকট গিয়ে বললেনঃ তোমাদের কাছে [খাবার] কিছু আছে কি? আয়িশাহ্ [রাদি.] বললেনঃ না, তবে আপনি সদাকাহস্বরূপ নুসাইবাহকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল [তাছাড়া কিছু নেই। তখন নাবী [সাঃআঃ] বললেনঃ সদাকাহ তার যথাস্থানে পৌঁছেছে।
[বোখারী পর্ব ২৪ : /৬২ হাঃ ১৪৯৪, মুসলিম হাঃ] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস