ফাজর সলাতের পর বসা সুন্নাহর অন্তর্ভুক্তঃ
যখন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাজরের সলাত আদায় করতেন, তিনি ঐ স্থানে বসে থাকতেন
সূর্য হাসসানাহ (ষ্পষ্টভাবে উঠা) পর্যন্ত।৮০
মসজিদের বসার উপকারিতা হচ্ছে আল্লাহ ফিরিশতাদের দিক নির্দেশনা দিয়ে রেখেছেন যারা সলাতের
আগে পরে মসজিদে বসে তাদের জন ক্ষমা প্রার্থণা করার জন্য এই বলেঃ
‘হে আল্লাহ তাকে ক্ষমা করুন’,
‘হে আল্লাহ তার প্রতি রহম করুন।’৮১