১। যে ব্যক্তি তিন রাকা‘আত সলাত আদায় করবে তার ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা আ‘লা, দ্বিতীয় রাকাতে ক্বুল ইয়া আইয়্যুহাল কা-ফিরুন, তৃতীয় রাকাতে সুরা ইখলাস পাঠ করা উচিত।*৭৪
২। সালাম ফিরানোর পর তিনবার বলবেঃ
অর্থঃ ‘যিনি মালিক তিন যাবতীয় অসম্পূর্নতা থেকে পবিত্র।*৭৫
আদ দারাকুতনী কর্তৃক অন্য বর্ণনায়ঃ
তৃতীয়বার সুবহানাল মালিকিল ক্বুদ্দু-স বলার পর উচু স্বরে বলবে-
অর্থঃ যিনি ফিরিশতাদের এবং রুহ এর রাব্ব।
*৭৪ আবু দাউদ হা/ ১৪২৩ এবং ১৪২৪। আন নাসায়ী হা/১৭৪০। *৭৫ আবু দাউদ হা/ ১৪৩০ এবং আন নাসায়ী হা/১৭৪০।