রাত পর্যন্ত সারা দিন অনর্থক চুপ করে থাকা নিষেধ

সারা দিন রাত পর্যন্ত অনর্থক চুপ থাকা নিষেধ 

১৮০২. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (স) এর কাছ হতে এ বাণীসমূহ সংরক্ষণ করে রেখেছি। যে, প্রাপ্তবয়স্ক হবার পর আর কেউ ইয়াতীম থাকে না এবং রাত পর্যন্ত পূর্ণ দিবস অনর্থক নীরব থাকা বৈধ নয়। (আবু দাউদ)

খাত্তাবী এই হাদীসের ব্যাখ্যায় বলেছেনঃ সারা দিন মানুষের সাথে কথা না বলে চুপ থাকা জাহেলী যুগে একটি ইবাদত হিসেবে পরিগণিত হত; কিন্তু ইসলাম এরূপ করতে নিষেধ করেছে। এর পরিবর্তে আল্লাহকে স্মরণ করতে এবং উত্তম কথাবার্তা বলার নির্দেশ দিয়েছে।


১৮০৩. হযরত আবু কায়েস ইবনে হাযেম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বকর সিদ্দীক (রা) আহমাস গোত্রের যয়নাব নাম্মী এক মহিলার কাছে গিয়ে দেখলেন সে কথাবার্তা বলছে না। তাই জিজ্ঞেস করেন, এর কি হয়েছে? কেন কথাবার্তা বলছে না? লোকজন বলল, সে চুপচাপ থাকার সংকল্প করেছে। তিনি মেয়ে লোকটিকে বলেন, কথার্বাতা বল। কেননা এভাবে চুপ থাকা বৈধ নয়। এটা কুসংস্কারাচ্ছন্ন জাহেলী যুগের আমল। অতঃপর সে কথাবার্তা বলতে আরম্ভ করল। (বুখারী)


 

Was this article helpful?

Related Articles