যাদুবিদ্যা শেখা ও প্রয়োগ করা কঠোরভাবে নিষিদ্ধ
আল্লাহ তায়ালা বলেছেনঃ
“সুলাইমান কখনো কুফরী করে নি; কিন্তু শয়তানরাই কুফরী করেছে। তারা লোকদেরকে যাদু শিক্ষা দিত।” (সূরা-বাকারাঃ ১০২)
১৭৯৫. হযরত আবু হোরায়রা থেকে বর্ণিত। নবী করীম (স) বললেন, সাতটি ধ্বংসাত্মক বস্তু হতে দূরে থেক। সাহাবায়ে কেরাম (রা) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! ঐ সব কি? তিনি বলেন, আল্লাহর সাথে কোন কিছু শরীক করা, যাদু করা, যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ গ্রাস করা, রণক্ষেত্র হতে পলায়ন করা এবং পবিত্র চরিত্রের অধিকারী সহজ সরল মু’মিন নারীদের প্রতি চারিত্রিক অপবাদ দেয়া। (বুখারী ও মুসলিম)