স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে নারীদের তিন দিনের অতিরিক্ত শোক পালন করা হারাম। শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে

১৭৭৬. হযরত যায়নব বিনতে আবু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (স)-এর স্ত্রী উম্মে হাবীবা (রা)-এর পিতা আবু সুফিয়ান ইবনে হারব (রা) -এর মৃত্যুর পর আমি তাঁর কাছে গেলাম । তিনি হলুদ রং বা অপর কোন রঙের সুগন্ধি আনতে বললেন এবং তার এক দাসী লাগিয়ে দিলেন। এরপর তিনি তা নিজের গালে লাগালেন। এরপর বলেন, আল্লাহর শপথ! আমার সুগন্ধির কোন প্রয়োজন ছিল না। তবে আমি রাসূলুল্লাহ (স) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে নারী আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান স্থাপন করে তার পক্ষে কোন মৃত্যুর জন্য তিন দিনের অধিক শোক প্রকাশ করা বৈধ নয়। শুধু স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করতে হবে। হযরত যায়নব (রা) বলেন, এরপর আমি যায়নব বিনতে জাহাশ (রা) -এর ভাই ইন্তেকাল করলে তাঁর কাছে গেলাম। তিনিও সুগন্ধি চেয়ে নিয়ে তা মাখলেন। এরপর বললেন, আল্লাহর শপথ! কোন সুগন্ধির দরকার ছিল না। তবে আমি রাসূলুল্লাহ (স) -কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে নারী আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান পোষণ করে তার পক্ষে মৃতের জন্য তিন দিনের অধিক শোক পালন করা জায়েয নয়। শুধু স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles