আল্লাহ তায়ালা বলেছেনঃ
“যারা ঈমানদার নারী-পুরূষকে বিনা অপরাধে কষ্ট দেয়, তারা একটা অতি বড় মিথ্যা দোষ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় চাপিয়ে নিয়েছে। (সূরাঃ আহযাব-৫৮)
১৭৭৩. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন। “দু’টি অভিশাপ আনয়নকারী বস্তু হতে দূরে থেক।” সাহাবগণ (রা) জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ (স) ! অভিশাপ আনয়নকারী দু’টি বস্তু কি? তিনি বলেন, “যে ব্যক্তি মানবদের চলাফেরার পথে অথবা (রাস্তা) বৃক্ষের ছায়ায় পায়খানা করে।” (মুসলিম)