১৭৭০. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যে ক্রীতদাস তার মনিবের কাছ হতে পালিয়ে গেল, তার ব্যাপারে ইসলামের যিম্মদারীও শেষ হয়ে গেল। ( মুসলিম)
১৭৭১. হযরত জাবের (রা) নবী করীম (স) হতে বর্ণনা করেছেন। তিনি (নবী করীম (স)) বললেন, ক্রীতদাস যখন তার মনিব হতে পলায়ন করে তখন তার নামায কবুল হয় না। ( মুসলিম)