ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সত্য শপথ করাও খারাপ
১৭২২. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছি, “বিক্রি করার সময় কসম করে বিক্রয় বৃদ্ধিকারী হতে পারে; কিন্তু তা উপার্জনের বরকত নিঃশেষ করে দেয়। (বুখারী ও মুসলিম)
১৭২৩. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছেন, “তোমরা কোন বস্তু বিক্রয়ের সময় অতিরিক্ত শপথ করা হতে বিরত থাক। কেননা, এতে যদিও বিক্রি বেশি হয় তবুও বরকত নষ্ট হয়ে যায়।” ( মুসলিম)