অর্থহীন শপথসমূহ ক্ষমাযোগ্য। এ জাতীয় শপথ ভঙ্গ করাতেকোন কাফ্‌ফারা আদায় করতে হয় না। এ শপথসমূহ এমন প্রকারের যা অভ্যাসবশতঃ শপথ করার ইচ্ছা ছাড়াই মুখে এসে যায়। যেমন, সচরাচর কথাবার্তা বলার সময় আল্লাহ্‌র কসম, খোদার শপথ ইত্যাদি বলা হয়ে থাকে

সূরা মায়েদাঃ ৮৯

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

১৭১৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যখন এ আয়াত অবতীর্ণ হল, “তোমরা যেসব অর্থহীন শপথ করে থাক আল্লাহ সে জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না।” -এ আয়াতটি কোন লোকের কথা ‘না, আল্লাহর শপথ’, ‘হ্যাঁ, আল্লাহর শপথ’ ইত্যাকার শপথ সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ( বুখারী )


 

Was this article helpful?

Related Articles