যে ব্যক্তি কুরবানী করার নিয়ত করেছে তার জন্য যিলহজ্বের প্রথম দশদিন অর্থাৎ দশ তারিখ সকালে কুরবানী করার পূর্ব পর্যন্ত নখ-চুল কেটে ফেলা নিষেধ

১৭০৮. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বললেন, যে ব্যক্তির কাছে কুরবানীর জন্তু রয়েছে এবং যে কুরবানী করতে মনস্থ করেছে যিলহজ্ব মাসের চাঁদ দেখা দিলে কুরবানী না করা পর্যন্ত সে যেন নিজের চুল ও নখ না কাটে। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles