১৬৫১. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে। হয় উভয় জুতা পরিধান করবে অথবা উভয় পা খালি রাখবে। অপর বর্ণনায় রয়েছে, উভয় পায়ে অনাবৃত রাখবে। (বুখারী ও মুসলিম)
১৬৫২. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছি তোমাদের কারো একটি জুতার ফিতে ছিঁড়ে গেলে তা ঠিক না করা পর্যন্ত অপর জুতাটি পায়ে দিয়ে চলাফেরা করবে না। ( মুসলিম)
১৬৫৩. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন। ইমাম আবু দাউদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।