সূর্য ওপরে ওঠার পর থেকে সূর্য ঢলে পড়া পর্যন্ত ইশ্‌রাক ও চাশ্‌তের নামায আদায় করার বৈধতা এবং সূর্য অনেক উপরে উঠার পর গরম যখন খুব বেশি বেড়ে যায় তখন নামায আদায করা উত্তম

১১৪৪. হযরত যাইদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি একদল লোককে চাশতের (দোহা) নামায পড়তে দেখলেন। তিনি বললেনঃ এরা জানে এ সময় ব্যতীত অন্য সময় নামায পড়া উত্তম। কারণ রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশকারীদের নামাযের সময় হচ্ছে সেই সময় যখন রোদের তাপে উটের বাচ্চা গরম হয়ে যায়। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles