সুন্নাহ সলাতসমূহ

১। রাওয়াতিব সুন্নাহ সলাত (পাঁচ ওয়াক্ত ফরযের আগে পরের সুন্নাহ সলাত সমূহ) ঃ

‘যে ব্যক্তি বার রাকাআত সলাত আদায় করবে ফরয ব্যতীত তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মান করা হবে।’

এই সালাতগুলো হচ্ছে-

  • যোহরের আগে চার রাকাহ এবং পরে দুই রাকাহ।
  • মাগরিবের পর দুই রাকাহ।
  • সলাতুল ঈশার পর দুই রাকাহ এবং
  • ফাজরের সলাতের আগে দুই রাকাহ।

২। সলাতুত দোহাঃ

প্রত্যেক সকালে একজন ব্যক্তির সমস্ত জোড়ার উপর (৩৬০টি) সাদাকাহ পরিশোধনীয় হয়ে যায়, প্রত্যেক তাসবীহ একটি সাদাকাহ, সৎ কাজের আদেশ দেয়া একটি সাদাকাহ এবং মন্দ থেকে বারণ করা একটি সাদাকাহ। এই সব কিছু দুই রাকাআহ সালাত আদ দোহা পড়ার মাধ্যেমে যথেষ্ট হয়ে যায়।*৬০

এর সময় শুরু হয় আনুমানিক সুর্য উদয়ের ১৫ মিনিট পর থেকে এবং যোহরের সালাত এর ১৫ মিনিট আগ পর্যন্ত সময় থাকে। উত্তম সময় হচ্ছে যখন পূর্ণ গরম হয়ে গেলে। এর সর্বনিন্ম রাকাহ হচ্ছে দুই, আর সর্বোচ্চ আট। এটাও বলা হয়ে থাকে এর কোন নির্দষ্ট সীমা নেই।

৩। আসরের সলাতের সুন্নাহঃ

আল্লাহ ঐ ব্যক্তির উপর দয়া করুন যে সলাত আল-আসরের আগে চার রাকাআত সলাত আদায় করে।*৬১

৪। মাগরিবের আগের সুন্নাহঃ

‘মাগরিবের ফারযের আগে সলাত আদায় কর’, তিনি এটি তিনবার বলেন এবং তৃতীয়বার বলেন, ‘তার জন্য যে ইচ্ছা করে।*৬২

৫। ঈশার সুন্নাহঃ

‘প্রত্যেক দুই সলাতের আযানের মধ্যে সালাত রয়েছে’, তিনি এটি তিনবার বলেন, তৃতীয়বার বলেন, বলেন, ‘তার জন্য যে ইচ্ছা করে।’৬৩

 

 

 


*৬০ মুসলিম হা/৭২০।
*৬১ আল বুখারী হা/১৯৮১ এবং মুসলিম হা/৭২১।
*৬২ আবু দাউদ হা/১২৭১ এবং আত তিরমিজি হা/৪৩০।
*৬৩ আল বুখারী, হা/১১৮৩।

Was this article helpful?

Related Articles