রোযাদারের প্রতি গালিগালাজ ও শরীয়ত বিরোধী কার্যকলাপ হতে নিজের জিহবা ও অন্যান্য অঙ্গকে বিরত রাখার নির্দেশ

১২৪১. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন দিন রোযা রাখে, তখন সে অশ্লীল কথা বলবে না এবং ঝগড়াঝাটি করবে না। যদি কেউ তাকে গালি দেয় অথবা কেউ তার সাথে ঝগড়াঝাটি করে, তার বলা উচিত, আমি রোযাপালনকারী। (বুখারী ও মুসলিম)


১২৪২. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি (রোযা রাখার পরও) মিথ্যা বলা ও খারাপ কাজ করা থেকে বিরত থাকে না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles